শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনে গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পলাশবাড়ী শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাভতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথী জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় কালীবাড়ী বাজার কেন্দ্রীয় মন্দির চত্ত্বর হতে বিশাল বর্ণাঢ্য একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে র্যালীটি মন্দির প্রাঙ্গণে আলোচনায় সভায় এসে মিলিত হয়।
অত্র সংগঠনের সভাপতি নির্মল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা, এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর কুমার দাস প্রমুখ।
অপরদিকে; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালী পৌরশহরের বিভিন্ন প্রদক্ষিণ গৌরিয় মঠ গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অত্র সংগঠনের আহবায়ক বাপ্পী গোবিন্দ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার আহবায়ক দীপক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলন কান্তি সরকার। অন্যান্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব মোহন সরকার, যুগ্ম সদস্য সচিব উত্তম কর্মকার, সদস্য বাদল চন্দ্র বর্মণ, রূপ কুমার সরকার প্রমুখ। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মিসহ সনাতন ধর্মাবলম্বী অসংখ্য মানুষজন র্যালীতে অংশ নেয়। শেষে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথী জন্মাষ্টমী উপলে উপস্থিতদের মাঝে বিশেষ ভোগ বিতরণ করা হয়।