দরিদ্র অস্বচ্ছল দু’টি পরিবারের অসুস্থ সন্তানদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।
উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের দরিদ্র সাজু মিয়ার মেয়ে ফুটবল প্রেমী প্রমিলা ফুটবল টিমের গোলরক্ষক শিক্ষার্থী মোছা. সুলতানা আক্তার সাজিনা দীর্ঘদিন থেকে পেঁটের পিড়ায় ভুগছিলেন। তার জরায়ূ’র টিউমার অপারেশন জরুরী হয়ে পড়ে।
অপরদিকে; উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের বাসিন্দা শাহা জুয়েল ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। বিষয়টি মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের নজরে আসে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার বিকেলে ফুটবল খেলোয়াড় সাজিনার চিকিৎসা কাজে ১৫ হাজার টাকা এবং ক্যান্সারে আক্রান্ত শাহা জুয়েয়ের জন্য ১০ হাজার টাকার চেক তার পরিবারের সদস্যদের নিকট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলা পরিষদ চেয়ারমান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ উপস্থিত ছিলেন। উপজেলার দরিদ্র-হতদরিদ্র-অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত এবং চিকিৎসাসহ বিভিন্ন কাজে সহযোগিতা প্রদানের মাধ্যমে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।