
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সার, ডিজেল কেরোসিন, পেট্রোল, অকটেনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চরম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখা শনিবার (১৩ আগস্ট) শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ। মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি বর্মন, সদস্য আব্দুল মতিন মোল্লা, অ্যাড. আশরাফ আলী, দেলোয়ার হোসেন মন্ডল, রিপন বর্মন, কামরুল ইসলাম, বীরেন সরকার মিন্টু প্রমুখ। দেশের মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানান।