গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার একটি অবহেলিত উপজেলার নাম সাদুল্লাপুর। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও চিত্ত বিনোদনের জন্য এ উপজেলায় গড়ে উঠেনি কোনো বিনোদন কেন্দ্র। সাদুল্ল্যাপুর উপজেলা শহরের কলেজ খেয়াঘাটে সম্প্রতি ঘাঘট নদীর উপরে ৯৯ দশমিক ১০ মিটার দৈর্ঘ্য ও ১২ দশমিক ৪৮ মিটার প্রস্থ এই ঘাঘট ব্রিজটি নির্মাণ হয়। এলাকায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় দুধের স্বাদ ঘোলে মেটাতে ওই ব্রিজে এসে আশ্রয় নিচ্ছে তরুন-তরুনী ও শিশু-কিশোর সহ তাদের অভিভাবকরা। প্রতিদিন দক্ষিণের সুর্য্য পশ্চিমে গড়ার সাথে বিনোদনের জন্য এ ব্রিজে লোকজনের সমাগম ঘটে।
উপজেলার গ্রামাঞ্চলের মানুষের কাছে বিনোদন কেন্দ্র হিসেবে সাদুল্যপুর ঘাঘট ব্রিজটি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে বলে জানালেন কিছু সংখ্যক দর্শনার্থী। ঈদ উপরক্ষে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা বিনোদনের জন্য পরিবারের সদস্য কিংবা শিশু-কিশোরদের নিয়ে বেড়াতে আসছেন এখানে। সারাদিনই এখানে ছুটে আসছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু-কিশোররাও । যেন দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। দিন দিন সরগম হয়ে উঠছে ঘাঘট ব্রিজটি। ঈদকে ঘিরে জেগে রঙে উৎসবকে রাঙিয়ে নিতে বিনোদন আয়োজনেরও কমতি ছিল না। চলছে র্যাফেল ড়্রাে ও ঘাঘট নদীতে গোসল সহ চলছে সাঁতার প্রতিযোগিতা।
সাদুল্যাপুর উপজেলার গ্রামীণ জীবনের কোলাহল থেকে একটু বিনোদনের আশায় পরিবার নিয়ে অনেকেই ছুটে এসেছেন এই ব্রিজে। এখানে ছুটে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও তাদের বিনোদনের পরিবেশ বজায় রাখার দিকে প্রশাসনের নজরদারী বাড়ানোর কথা জানালেন আগত দর্শনার্থীরা। তাহলে ঈদের এই অনাবিল আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে ও আনন্দময় পরিবেশ বয়ে আনবে।