
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বহুল প্রচারিত দৈনিক করতোয়ার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিটিভি গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন করতোয়ার পলাশবাড়ী প্রতিনিধি মন্জুর কাদির মুকুল, সাদুল্লাপুর প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব মনজু, ফুলছড়ি প্রতিনিধি আমিনুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগ জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাবেক সভাপতি আলমগীর কবির বাদল, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার, দৈনিক চাঁদনী বাজারের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি উত্তম সরকার, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা আবু কায়সার শিপলু, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. শফিউল আলম, চারুকারু শিল্পী খন্দকার নিপন, দৈনিক প্রাইভেট ডিটেকটিভ এর জেলা প্রতিনিধি শাকির হায়দার, দৈনিক ইনকিলাব সাদুল্যাপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ওয়ার্কার্স পার্টি সাদুল্যাপুর উপজেলা সভাপতি কামরুল ইসলাম, দৈনিক আমাদের বাংলা জেলা প্রতিনিধি আতোয়ার রহমান, প্রকৌশলী আশরাফুল আলম এলিস প্রমুখ। বক্তারা পাঠক নন্দিত দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।