নিখোঁজের দু’দিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভবনা গ্রামে বৃহস্পতিবার (১১ আগস্ট) একটি খালের পানিতে ভাসমান অবস্থায় মোখলেছ মিয়া (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোখলেছ মিয়া মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। মোখলেছ মিয়া দীর্ঘদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। সারারাত তিনি বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্ন স্থানে খোজাখুঁজি করতে থাকে। পরদিন বুধবার বিকেলে পার্শবতী চাঁদভবনা ব্রীজ সংলগ্ন খালের পাশে মোখলেছের স্যান্ডেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। স্থানীয়রা খালের পানিতে খোজাখুঁজি করে মোখলেছের পড়ণের গেঞ্জি ও লুঙ্গী খুঁজে পায়। বৃহ¯পতিবার সকালে ওই খালের পানিতে মোখলেছের লাশ ভেসে ওঠলে গ্রামবাসীরা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।