গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ঈদুল ফিতরের প্রধান এই জামাতে অংশগ্রহন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান সহ উপজেলা সর্বস্তরের জনসাধারণ।এছাড়াও উপজেলা প্রতিটি পাড়া মহল্লায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পরে খুশির এই ঈদে গোবিন্দগঞ্জ উপজেলা সেজেছে উৎসবের জনপদ হিসেবে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে যে যার মতে করে ঈদের খুশি বিনিময় করছে।