
গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও প্রকৃতিতে পুষ্পাল্য অর্পন করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে এক দো’আ অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আফতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, আ.ই.ম মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি মহব্বতজান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখসহ অন্যান্যারা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং তাঁদের পরিবারের শাহাদত বরণকারী সদস্য ছাড়াও সকল শহীদের আত্মার মাাগফেরাত কামনা করে দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।