
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
রবীন্দ্রনাথের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে রোববার (৭ আগস্ট) কলেজের বাংলা বিভাগ কার্যালয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি কলি রাণীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ স¤পাদক প্রফেসর মোঃ আব্দুর রশিদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, প্রভাষক ওয়াশিম মিয়া, ছাত্রফ্রন্ট কলেজ শাখার সাধারণ স¤পাদক কামরুল হাসান, মাহমুদা রহমান প্রমুখ।