
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীদের “নক্ষত্রের আলোক বর্তিকা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ” শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। উক্ত অনুষ্ঠানে ১৫ মেধাবী শিক্ষার্থীকে তিন মাসের বৃত্তির চেক প্রদান করা হয়।
দৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগর পাতার কো-অর্ডিনেটর প্রফেসর মো. ইকরামুল হকের সভাপতিত্বে ও পত্রিকার নিজস্ব সংবাদদাতা আবু কায়সার শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বানু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সাইফুল আলম সাকা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, জনকন্ঠের এটি একটি মহৎ কাজ। এই বৃত্তির টাকা পেয়ে দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হবে। আতিকউল্লাহ খান মাসুদ দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে গেছেন। দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে জনকন্ঠ পরিবার তাঁর স্মৃতিতে এই বৃত্তি প্রদান করছে। এটার মাধ্যমে তারা শিক্ষা বিস্তারে সরকারকে এক প্রকারে সহযোগিতা-ই করছে বলে তিনি মনে করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তারা এই টাকা যেন লেখা পড়ার কাজে ব্যায় করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক বলেন, আসলে যারা পড়াশোনা করে তাদের কিন্তু টাকার জন্য আটকে থাকতে হয় না। টাকার অভাব হলে সরকার পাশাপাশি নানা সংস্থা তাদের সাহায্যে এগিয়ে আসে। জনকণ্ঠ শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে বৃত্তি প্রদান করছে, এগিয়ে এসেছে এটা অনেক ভালো কাজ।
দৈনিক জনকন্ঠের শিক্ষা সাগর পাতার কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ ইকরামুল হক বলেন, এই বৃত্তির টাকার পরিমাণ খুব বেশি কিছু না তবে এর মাধ্যমে যারা মেধাবী রয়েছে তাদের কিছুটা সহযোগিতা হবে তিনি আরও বলেন, এই টাকা যেন তারা পড়াশুনার কাজে ব্যয় করেন এতে করেই আমাদের বৃত্তি দেয়া তা সার্থক হবে। এই টাকা দিয়ে যদি এক জন শিক্ষার্থীও উপকৃত হয় তবে আমরা সার্থক। আমরা চাই আমাদের সহযোগিতা নিয়ে তারা পড়াশোনা করে এগিয়ে যাক।
যাদেরকে বৃত্তি প্রদান করা হয় তারা হলো- মোঃ সাকলিন হুদা সতেজ, মোঃ লিমন মন্ডল, মোঃ রুহুল আমিন মিয়া, মুশফিকুর রহমান তানভীর, মোঃ রাব্বী হাসান, আননিছা আক্তার, সামিহা আলম, জান্নাতুল ফেরদৌসী সায়মা, সাদিয়া আক্তার তমা, নুসরাত মিম, মোঃ আল আমিন ইসলাম, মোছাঃ মোহনা আক্তার, মোছাঃ ইয়াছমিন আক্তার, মোঃ লিমন মিয়া, পুতুল রাণী মদক বৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা গ্লোব জনকণ্ঠের এমন মহতি উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, দৈনিক জনকন্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, স¤পাদক, প্রশাসক ও মুদ্রাকর শামীমা এ খান এই শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন। গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক জনকন্ঠের সাবেক স¤পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে তিনি এই শিক্ষাবৃত্তি চালুর অঙ্গীকার করেন। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী এই বছরই নাটোর, রাজশাহী ও পঞ্চগড়ের পর গাইবান্ধাতে ও এই শিক্ষাবৃত্তি চালু হলো। এই বৃত্তির আওতায় প্রতিমাসে শিক্ষার্থীদের দেড় হাজার টাকা করে প্রদান করা হবে। সুবিধাভোগী একই শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীতে পড়াকালীন দুই বছর এই শিক্ষাবৃত্তি পাবে। চলতি বছর কেবল নবম শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত হবে। আগামী বছর থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা আওতাভুক্ত হবে। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। বৃত্তির অর্থ বিকাশ/নগদ কিংবা ব্যাংক হিসাবে প্রদান করা হবে।