
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঠাগার নির্মান কাজ পরিদর্শন করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে নির্মান কাজ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপর নাম বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম চির স্মরনীয় হয়ে থাকবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পাঠাগার নির্মানের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি আরো বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে। উন্নয়নের অংশিদার হওয়ার জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান।পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি ও পাঠাগার নির্মান কমিটির আহবায়ক মশফিকুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাব্বত সরকার, সাংগঠনিক সম্পাদক ও পাঠাগার নির্মান কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান স্বপন,সমাজসেবা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, কার্যকরী সদস্য ফজলার রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।