গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে বঙ্গবন্ধু পাঠাগার নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের দিকনির্দেশনায় ২৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা পাঠাগার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
এসময় প্রেসক্লাব সহ-সভাপতি ও সংস্কার কমিটির সভাপতি মশফিকুর রহমান মিল্টন, সহ সাধারন সম্পাদক নুর মোহাব্বত সরকার, সাংগঠনিক সম্পাদক ও সংস্কার কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, কার্যকরী সদস্য ফজলার রহমানসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠাগার নির্মান বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন, আলোকিত মানুষ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই।জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারাকে চির স্মরনীয় করে রাখতে প্রেসক্লাব ভবনের নিজস্ব জায়গায় এই পাঠাগার নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।