
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আদিবাসী কৃষকদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে আদিবাসী ভূমিহীন কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য দেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খান, অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক এবিএম মাছুদুননবী লিপন, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর নেত্রী লাকি বেগম, আদিবাসী নেত্রী ফিলোমিনা ও খিলন রবিদাস, সাংবাদিক উত্তম সরকার, জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, ছিন্নমূল মহিলা সমিতির প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আহসানুল করিম তিতু, মাহাবুর রহমান প্রমুখ।
ছিন্নমূল মহিলা সমিতির আয়জনে কেন্দ্রীয় কৃষক মৈত্রী (কে.কে.এম), খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এবং অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সমতলের আদিবাসী ভূমিহীন কৃষকদের ভূমি অধিকার নিশ্চিত করার জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।