
একটানা তিনমাস বন্ধ থাকার পর পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির নতুন ১৩০৬ নম্বর ফেইস থেকে পরীক্ষামুলকভাবে (ট্রায়াল) কয়লা উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ঢাকা থেকে ভার্য্যুয়াল পদ্ধতিতে কয়লা উত্তোলন কাজের উদ্ধোধন করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাইফুল ইসলাম জানান- খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেইসে মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেইসে কয়লা উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেইসে স্থাপন করে পরীক্ষামুলকভাবে (ট্রায়াল) কয়লা উত্তোলন শুরু করে। এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান বলেন, এখন প্রতিদিন ১ হাজার থেকে ১২শ’ মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এর পর স্বল্প সময়ের মধ্যে পুরো দমে কয়লা উত্তোলন শুরু হবে। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৪০ হাজার টন কয়লা মজুদ রয়েছে বলেও তিনি জানান।