
রংপুরের পীরগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সা থেকে ৫ লক্ষাধিক টাকার চুল ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনায় ছিনতাই হওয়া মালামালও উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ধৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এরা হলো ছোট ফলিয়া গ্রামের শরিফুলের ছেলে সজীব মিয়া (১৯) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে স্বাধীন মিয়া (২০)। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র জানান, উপজেলার মদনখালি ইউনিয়নের মদনখালি গ্রামের মোজাফ্ফর মিয়ার ভাড়াটিয়া চুল দিয়ে ক্যাপ তৈরী ব্যবসায় জড়িত চুয়াডাঙ্গা জেলার কুতুবপুরের জিয়াউর রহমানের ৭১০ পেটি চুল একই ইউপির খয়েরবাড়ি ত্রিমোহনীতে সিএনজি চালিত অটোরিক্সা থেকে ২৩ জুলাই রাতে ছিনতাই হয়। ওই ঘটনা থানা পুলিশকে অবহিত করলে সিএনজি চালক চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামের আব্দুল হাদির স্বীকারোক্তিতে বর্ণিত অপরাধীদের আটক করা হয়। পরদিন দিনভর তল্লাশি চালিয়ে ছিনকৃত ৭১০ পেটি চুল যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩২ হাজার ৫০০ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় রোববার রাতে জিয়াউর রহমান মামলা রুজু করে। ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেন।