
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ একং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী জামিনে মুক্তি পেয়েছেন।
ঈদের দুদিন আগে গত ২৪ জুন শনিবার কারাগার থেকে মুক্তি পান তারা।
জামায়াতের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেতাদের মুক্তির বিষয়টি সম্মুখে আনতে নারাজ জামায়াতে ইসলামী। কেননা, মুক্তির খবর প্রকাশিত হলে জেলগেট থেকে ফের গ্রেপ্তার ও হয়রানির সম্ভাবনা থাকে।
প্রসঙ্গত, গত ২০১৪ সালের ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ ১৯ শিবির নেতাকর্মী। ওইদিন রাত আটটার দিকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ২০১৬ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে জেল থেকে মুক্তি পেয়ে বেরুনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হন তিনি। গত বছরের অক্টোবরে কারাগারে থেকেই ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি নির্বাচিত হন শফিকুল ইসলাম মাসুদ।
অন্যদিকে ২০১৩ সালের ৩১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। ওইদিন সংগঠনের সভাপতির মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ছাত্রশিবির। ৩১ মার্চ রাজধানীর শ্যামলীর একটি বাসা থেকে শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সূত্র- আরটিএনএন