গাইবান্ধা পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের চালক আসাদ মিয়া (৪৫) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হানিফ পরিবহনের যাত্রী সূত্রে জানা যায়, ২০ জুলাই বুধবার গাইবান্ধা থেকে রাত্রি সাড়ে ১১টায় ছেড়ে আশা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭১৭৫) পলাশবাড়ী কাউন্টারে যাত্রী উঠিয়ে ঢাকা অভিমুখে রওনা দেয়। পথিমধ্যে চালক আসাদ মিয়া (৪৫) এর টয়লেটের চাপ দিলে পৌরশহরের দক্ষিণবন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে গাড়িটি ১২টা ৩০ মিনিটে দাঁড় করান। গাড়ি থেকে নেমে টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে পূর্ব পাশ থেকে পশ্চিম পার্শ্বে পেট্রোল পাম্পে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুর অভিমুখী অজ্ঞাত নৈশকোচের ধাক্কায় মাথায় গুরতর আঘাত পেয়ে প্রায় ২০ হাত দূরে ছিটকে যান। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত চালক আসাদ মিয়া’র বাড়ি ঢাকার আমিনবাজার বলে জানা গেছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দৈনিক আলোকিত সকাল, মতপ্রকাশ ও সাপ্তাহিক খোলাহাওয়া পত্রিকাকে হানিফ পরিবহনের চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।