
রংপুরের পীরগঞ্জে নাম পরিচয় ও ঠিকানাহীন এক বাক প্রতিবন্ধি (পাগলি) গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের নজরুলের মোড়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকা ভ্যানচালক তারাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সে পৌরসভার ধনশালা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। ওসি আব্দুল আউয়াল জানান, নাম পরিচয় ও ঠিকানাহীন বাক প্রতিবন্ধি মহিলা যাকে সবাই পাগলি হিসেবে চিনে ও জানে। মানুষের দয়ায় যার খাবার জোটে।
এ রকম একজন অসহায় বাক প্রতিবন্ধির সাথে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে ৯৯৯ এ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দিনভর প্রাথমিক তদন্ত ও ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার পর বিকেলে মামলা রুজু করা হয় এবং অপরাপর অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ৯৯৯ এ খবর দেয়া বিপ্লব সরদার বাদী হয়ে মামলা রুজু করে।