ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ঈদের নামাজে পুলিশের বাধায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা।
কাশ্মীরের শ্রীনগরে ঈদগাহে নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। সোমবার সকালে সেখানে বেশ কয়েকজন নামাজ পড়েতে যান। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ধরে পুলিশ-জনতা টানা সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এলাকা এখনো থমথমে রয়েছে। এলাকায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ।
তবে শুধু ঈদগাহতেই নয়। এদিন সকালে অনন্তনাগেও সংঘর্ষের খবর পাওয়া যায়।