
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের শিশু কানন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. তানিয়া ইসলাম রিয়া (১৩) অপহরণের দেড় মাসেও সন্ধান মেলেনি। জানা যায়, গত ৩১ মে ২০২২ তারিখ আনুমানিক সকাল ৮ ঘটিকায় স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে গেলেও আর বাড়ি না ফিরে নাই। রিয়ার পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডাইরী (নং- ৬২, তাং- ০২/০৬/২০২) করেন। পরবর্তীতে অধিক খোঁজাখুজির পর আব্দুল হামিদ নামীয় প্রত্যেদর্শী মারফৎ জানা যায় ঘটনার দিন কিশেরাগাড়ী ইউপির দিঘলকান্দি গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে মো. শাকিল মাহমুদ (২২)সহ সঙ্গীয় নাবালিকা রিয়াকে ঘোড়াঘাট রোডে মাসুদ মিয়ার মাইক্রোবাস গ্যারেজের সামন হতে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নেয়। স্থানীয় ২/১ জন সিএনজিকে ধাওয়া করলেও চালক দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। রিয়ার বাবার ভাষ্যমতে বখাটে শাকিল তার নাবালিকা মেয়েকে স্কুল যাতায়াতের সময় প্রায়ই পথরোধসহ নানা অশ্লালিন কথা বলতো যা আমার মেয়ে আমাকে অবহিত করে।
আমি বখাটে শাকিলকে অনেক বুঝানোর পরেও বোঝাতে সম হইনি। বোঝানোর সময় দু-একটি চরা কথাও আমি বলে ফেলি তখন ওই বখাটে যুবক আমাকে শাসিয়ে বলে আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো আপনি পারলে ঠেকান। বখাটে যুবক যা বলেছে তাই করে দেখিয়েছে। রিয়ার বাবা প্রত্যদর্শীর কাছ হতে অপহরণের বর্ণনা জানতে পাই। তখন পুনরায় ১৮/০৬/২০২২ তারিখে থানায় একটি অপহরণ মামলা দায়ের (নং-২১৬৬,৪/১)। কিন্তু মামলা দায়েরের দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ রিয়া উদ্ধার করতে সক্ষম হয়নি। এদিকে রিয়ার মা মেয়েকে না পাওয়ায় একবারে নাওয়া-খাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোল্লা মো. জাহাঙ্গীরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে রিয়ার বাবা-মা, শিক্ষক-বন্ধু-বান্ধবসহ এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন