গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌর ৫ নং (নুনিয়াগাড়ী) ওয়াডের বাসিন্দা মরহুম আজিজার রহমানের পরিবারের উপর হামলার প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে করে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে এ মুক্তিযোদ্ধা পরিবারের ৫জন আহত হয়েছে।
১৫ জুলাই বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমানের কন্যা শ্যামলী আকতার বলেন, প্রতিবেশি মৃত আফতাব হোসেন খোকা মিয়ার পুত্র সেনাসদস্য মোকলেছুর রহমান তুফানগংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই সকাল ১১টায় প্রতিপক্ষরা আমাদের রোপনকৃন ১টি মেহগনি গাছের ডালপালা কর্তন করার সময় আমরা নিষেধ করলে প্রতিপক্ষ মোকলেছুর রহমান তুফানগংরা পরিকল্পিতভাবে আমাদের উপর বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মারপিট করে ৫ জনকে গুরুতর আহত করে। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে প্রতিকার চেয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছি। পরবর্তীকালে প্রতিপক্ষগণ উক্ত মামলা তুলে নিতে বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করে আসছে ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তাই সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি আমরা মুক্তিযোদ্ধা পরিবার।
এসময় মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের স্ত্রী সুফিয়া বেগম,পুত্র আনারুল ইসলাম, কন্যা
আমেনা বেগম, আনোয়ারা বেগম ,আরিফা বেগম আকলিমা বেগম ও নাতনি লিয়ন শেখ উপস্থিত
ছিলেন।