গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা (পশ্চিম পাড়া) গ্রামের জন্ম প্রতিবন্ধী লিমন মিয়ার জন্য একটি একটি হুইল চেয়ার প্রয়োজন। লিমনের হুইল চেয়ার প্রয়োজন সংবাদটি বিভিন্ন জাতীয়-আঞ্চলিক পত্রিকাসহ অনলাইন পত্রিকা এবং ফেসবুক আইডিতে প্রকাশ হয়। লিমনের বিষয়টি নজরে আসে গাইবান্ধার পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। অবশেষে প্রতিবন্ধী লিমন মিয়াকে একটি হুইল চেয়ার দিয়ে পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সদস্যরা।
শনিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকাপা (পশ্চিমপাড়া) গ্রামে গিয়ে প্রতিবন্ধী লিমন মিয়াকে হুইল চেয়ারটি প্রদান করা হয়।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল-আমিন মন্ডল, সদস্য রায়হান, সানোয়ার, ফাহিম, রবিউল, রোহান, ফাহিম ও মামুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।
হুইল চেয়ারটি পেয়ে প্রতিবন্ধী লিমনের মা লাভলী বেগম বলেন, আমরা গরীব মানুষ। ছেলের জন্য হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না। কত মানুষের কাছে ঘুরছি কেউই সহযোগিতা করেনি। আজ তরণ সংঘের চেয়ার পেয়ে অনেকটাই আনন্দিত।
উল্লেখ্য; ভেলাকোপা (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ছেলে লিমন মিয়া। জন্ম প্রতিবন্ধী। কোন ভাবেই হাঁটা-চলা করতে পারে না। হুইল চেয়ার না থাকায় সারাক্ষণ মাটি বা বিছানায় জীবন কাঁটাতে হতো লিমন মিয়াকে।