
কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পৌঁছেছেন বিএনপির চেয়ারপোরসন বেগম খালেদা জিয়া।
কিছুক্ষণ আগে তিনি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেগম জিয়া দুপুর ১২টা থেকে কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া। পরে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে নিজ বাসভবনে ফিরে যাবেন তিনি।
প্রসঙ্গত, এবার তুলনামূলকভাবে বড় আকারেই এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে তুলনামূলকভাবে আগের চেয়ে এবার বেশি মানুষ বেগম জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন।