পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর, মহদীপুর, পবনাপুর ও মনোহরপুর ইউনিয়নে অতিদরিদ্র-দুঃস্থ-অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (৮ জুলাই) উপজেলার হোসেনপুর, মহদীপুর, পবনাপুর ও মনোহরপুর ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফ’র উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ সম্পন্ন করা হয়।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভিজিএফ’র ৪২৩৮টি কার্ডধারী উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ ইউপি চেয়ার্যমান তৌফিকুল আমিন মন্ডল টিটু, রিলিফ (ট্যাগ) অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ন করিব ও ইউপি সচিব সজিবুর রহমান সজিব। মহদীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ’র ৪৬৫০টি কার্ডধারী উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও রিলিফ (ট্যাগ) অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
এদিকে, উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ’র ৩৩২৯টি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, রিলিফ (ট্যাগ) অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফিরোজ কবির আকন্দ ও ইউপি সচিব আনোয়ারুল ইসলাম। মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ’র ৪০১১টি পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান রিপন, রিলিফ (ট্যাগ) অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সক্টাটর মো. সোহেল মিয়া ও ইউপি সচিব মো. ইউনুস আলী। এসময় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।