গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (২ জুন) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউয়িনের আদমপুর গীর্জা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান আদিবাসী কিশোরী শিল্পীরা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তুহিন হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়েদ হাসান মো. শফিক মাহমুদ গোলাপ, উপজেলা আদিবাসী সমাজসেবক এমেলি হেমব্রম, খ্রিস্টান আন্তঃমন্ডলী ঐক্য পরিষদের সভাপতি লাজারুশ টুডু, কাটাবাড়ী ইউনিয়ন আদিবাসী পরগনা পরিষদের পরগনা রুশেন কিচ্চু, শিক্ষার্থী সুমিতা হাসদা, প্রদীপ হেমব্রম, স্মিথ বেসরা, জুঁই বাস্কে ও শহিদ হামদা প্রমুখ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন রেনুকা মুরমু ও কেরিনা হাসদা।প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থী এবং আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন বিষয় নিয়ৈ হীনমন্যতায় ভোগার কারণ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ১৯৭১ সালে এক সাথে যেমন মাতৃভূমির জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি। আমাদের রক্তের রং অভিন্ন, কাজেই সকলের অধিকার সমান।
এরপর তিনি আদমপুরে তাদের নিজস্ব ভাষার একটি সাংস্কৃতি চর্চা কেন্দ্র নির্মাণ করার আশ্বাস প্রদানসহ সম্ভাব্য স্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। শেষে প্রধান অতিথি ক্ষুদ্র আদিবাসী ছাত্রীকে স্কুল ও কলেজে যাতায়াতের জন্য ২০টি বাইসাইকেলসহ অন্যান্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা বালিকা দলকে সংবর্ধনা দেয়া হয়।