1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নতুন জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময়: উন্নয়ন-সেবায় গতিশীলতার প্রত্যাশা ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিকের মতবিনিমিয় পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা গণপিটুনিতে রুপলাল হত্যাকাণ্ড: টাঙ্গাইল থেকে অন্যতম আসামী রুবেল পাইকার গ্রেপ্তার ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন

পীরগঞ্জের খাদ্য গুদামগুলোতে ধান, চাল, গম বিক্রিতে নারাজ কৃষক ও মিলাররা!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

মোস্তফামিয়া পীরগন্জ (রংপুর) প্রতিনিধি :

গত ১৮মে থেকে আনুষ্ঠানিকভাবে পীরগঞ্জের খাদ্য গুদামগুলোতে ধান, চাল ও গম ক্রয় কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রায় দেড় মাস অতিক্রান্ত হলেও পীরগঞ্জ সদরসহ ভেন্ডাবাড়ী খাদ্যগুদামে নামেমাত্র ধান ও চাল সংগ্রহ করা হলেও সংগ্রহ হয়নি এক কেজি গম। কৃষকরা জানায়, সরকার নির্ধারিত দরের চেয়ে চাষিরা খোলাবাজারে দাম বেশি পাচ্ছেন। তাই স্থানীয় চাষিদের খাদ্যগুদামে ধান, চাল ও গম বিক্রিতে কোনো আগ্রহ নেই।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় প্রতি কেজি ২৭ টাকা দরে পীরগঞ্জ সদরে মোট ৩হাজার ৩৭, ভেন্ডাবাড়ীতে ১হাজার ৮শত ৬৯মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে পীরগঞ্জে মোট ৬হাজার ৯শত ৭২, ভেন্ডাবাড়ীতে ২হাজার ২শত ৩৭ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে পীরগঞ্জে ৯৩ ও ভেন্ডাবাড়ীতে ৬০ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদিকে ২৭ জুন পর্যন্ত মোট ধান কেনা হয়েছে পীরগঞ্জে ৩৭, ভেন্ডাবাড়ীতে ৪৬ মেট্রিক টন, আর চাল কেনা হয়েছে পীরগঞ্জে ৪হাজার ২শত, ভেন্ডাবাড়ীতে ৬শত ৭মেট্রিক টন। তবে এখন পর্যন্ত দুই খাদ্যগুদামে এক কেজি গমও কিনতে পারেনি কতৃপক্ষ।
স্থানীয় মিলাররা বলছেন, বর্তমানে সরকারি খাদ্যগুদামের নির্ধারিত দরের চেয়ে খোলাবাজারে ধান ও চালের দাম অনেক বেশি। এরপরও এলাকার তালিকাভুক্ত মিলাররা তাঁদের জামানত ও লাইসেন্স রক্ষায় কিছু পরিমাণ চাল সরবরাহ করছেন।
মিলকী গ্রামের চাষী রেজাউল ইসলাম, পান্থাপুকুর গ্রামের নজরুল ইসলাম, ঝাড়বিশলা গ্রামের লাল মিয়া জানান, কৃষকেরা ধান-গম নিয়ে গেলে গুদাম কর্তৃপক্ষ আর্দ্রতাসহ বিভিন্ন অজুহাতে তা ফেরত দেয়। এ ছাড়া গুদাম কর্মকর্তার হয়রানি ও সিন্ডিকেট চক্রের প্রভাবও বেশি। সে কারণে গোডাউনে কৃষকেরা ধান-গম বিক্রি করতে আসেন না। এবার খোলাবাজারে ধানের দাম বেশি পাচ্ছেন চাষিরা। গুদামে দিতে গেলে বস্তার দামসহ গাড়িভাড়া দিতে হয়। ফলে চাষিরা গুদামে বিক্রির আগ্রহ দেখান না।

উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, উপজেলায় ২২ হেক্টর জমিতে পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদিত হলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশী পাওয়ায় কৃষকরা খাদ্যগুদামে ধান দিচ্ছেনা।পীরগঞ্জে গত কয়েক বছর ধরে গম চাষ কম হচ্ছে। ফলে স্থানীয় বাজারগুলোতে গমের আমদানি কম।

এ বিষয়ে পীরগঞ্জ সদর খাদ্যগুদামের ওসি,এল,এসডি শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারি ক্রয়মূল্যের চেয়ে বর্তমানে বাজারে ধান ও চালের দাম বেশি। সেই সঙ্গে এই এলাকায় গম চাষ কম হয়েছে। ফলে এখন পর্যন্ত কেউ গুদামে গম বিক্রি করতে আসেননি। ভেন্ডাবাড়ীর ওসি,এল,এস,ডি মোতাসাদ্দেকা বেগম জানান, আগামী আগস্ট পর্যন্ত আমাদের ক্রয় কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, ‘খাদ্যগুদামে হয়রানি ও সিন্ডিকেট চক্র বলে কিছু নেই। তবে যাঁরা বিক্রি করতে আসেন, তাঁদের খাদ্যের গুণগত মান সঠিক থাকলে তা আমরা কিনে নিচ্ছি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft