
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন।
তিনি সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থী উদ্দেশ্যে বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও প্রেস ক্লাব পলাশবাড়ী’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, এদিন তিনি হরিনাবাড়ী উচ্চ বিদ্যালয়, হরিনাথপুর ড. টিআইএম ফজলে রাব্বি ফজলে রাব্বী দাখিল মাদ্রাসা ও হরিনাথপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ওইসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সুপার খায়রুল ইসলাম ও রফিকুল হাসান সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।