ডবস বনাম জ্যাকসন ওমেন’স হেলথ ওর্গানাইজেশনের একটি মামলা বিবেচনায় নিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলায় মিসিসিপি অঙ্গরাজ্যে ১৫ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধের আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। কিন্তু রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালত রাজ্যের পক্ষে রায় দেয়। এতে করে কার্যত গর্ভপাতের সাংবিধানিক অধিকার খর্বিত হলো।
রায়ে বলা হয়েছে, সংবিধান গর্ভপাতের অধিকার দেয়নি। গর্ভপাত নিয়ন্ত্রণের অধিকার জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফেরত দেওয়া উচিত।
১৯৭৩ সালের রয় বনাম ওয়েড মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, কোনও নারীর গর্ভপাতের অধিকার মার্কিন সংবিধান দ্বারা সুরক্ষিত। এই রায়ের ফলে মার্কিন নারীরা গর্ভধারনের প্রথম তিন মাসের মধ্যে গর্ভপাতের অধিকার পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ট্রিমেস্টারে বিধিনিষেধ ও তৃতীয় ট্রিমেস্টারে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল।
কিন্তু পরের দশকগুলোতে গর্ভপাতবিরোধী মনোভাব এক ডজনের বেশি অঙ্গরাজ্যে বৃদ্ধি পায়। শুক্রবারের রায়টি সুপ্রিম কোর্টের নিজের দেওয়ার রায় বিরোধী। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। এতে করে রাজনৈতিক লড়াই শুরু হতে পারে যা দেশকে বিভক্ত করতে পারে।