গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার দলের উপজেলা কার্য়ালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান সরকার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, ইঞ্জিনিয়ার সৈয়দ মশিউর রব্বানী আপেল, আহসান আজিজার সরদার মিন্টু, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী, পৌর আ’লীগ সভাপতি আহসানুল হক চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীলসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।