এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরে রোববার প্রায় ৫ হাজার সমকামী সমর্থক মিছিল করেছে।
দেশটি সম্প্রতিক নিহত কয়েকজন সমকামীর প্রতি সংহতি প্রকাশ করে এ মিছিল করা হয়। খবর এএফপি’র।
সমকামী অধিকার আন্দোলন গ্রুপের নেতা জকুইন ক্যাসেরেস বলেন, ‘তাদের অধিকার ও সম্মান আদায়ের দাবিতে তারা ঐক্যবদ্ধ। তারা ঐক্যবদ্ধভাবেই তাদের ১৫ সদস্যের হত্যার বিচারের দাবি জানান। গত বছর তাদেরকে হত্যা করা হয়।’
পার্শ্ববর্তী দেশ গুয়াতিমালাতেও সমকামী সম্প্রদায়ের কয়েকশ’ লোক মিছিল করেছে। এরা গুয়াতিমালা নগরীর কেন্দ্রস্থলে মিছিল করে।
এ সময় তারা সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সমকামীদের সমঅধিকার প্রদানের দাবি জানান।
মিছিলে কোন কোন বিক্ষোভকারী গুয়াতিমালার পতাকার সঙ্গে রংধনু ব্যানার বহন করে।সূত্র- বাসস