
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় বিশ্বনবীকে নিয়ে কটুক্তি ও ইসলাম বিরোধী মন্তব্য করায় বাড়ি ঘেরাও করে সুলতান আরিফিন নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। তিনি নলডাঙ্গা সোনার বাংলা বিদ্যাপীঠের কোচিংয়ের পরিচালক। আজ বুধবার (১৫ জুন) বিকেলে পুলিশ সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারস্থ বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। দুপুরে সুলতান আরিফিনকে ঘেরাও করে রাখে স্থানীয় শতশত লোকজন ও মুসল্লিরা। এ সময় তারা বিক্ষোভ করে স্থানীয় ডিগ্রী কলেজ সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সড়কের দু’পাশের দোকানপাট বন্ধ হয়ে যায়
জানা গেছে, কয়েকদিন ধরে আরিফিন হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি এবং ইসলাম বিরোধী সমালোচনাসহ অবমাননাকর কথা বলেন। এ নিয়ে মুসল্লিসহ অনেকে প্রতিবাদ করলেও আরিফিন তাতে কর্ণপাত করেনি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি আরিফিনের সঙ্গে কথা বলতে তার বাসায় যায়। এসময় নিজের মন্তব্য-ব্যাখ্যা সঠিক বলে তর্কে জড়ায় আরিফিন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন বিক্ষুদ্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করেএলাকাবাসীর অভিযোগ, নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে সুলতান আরিফিন একজন কোচিং পরিচালক। ইসলাম নিয়ে বাজে মন্তব্য ছাড়াও তিনি বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ নিয়ে অপব্যাখ্যা করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত আরিফিনের কঠোর শাস্তির দাবি করেন তারা।এ ব্যাপারে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার জানান, সুলতান আরিফিনের বাড়ি ঘিরে রেখেছিল স্থানীয় জনগণ। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। আটক সুলতান আরিফিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।