
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. মাহবুর আলম, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু ও সঙ্গ প্রকল্পের লোকাল কনসাল্টটেন্ট আফরুজা বুলবুল প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা। উল্লেখ্য, নেদারলান্ড ভিক্তিক প্রতিষ্ঠান কেডব্লিউজিবিডব্লিউ এবং আরডিআরএস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সঙ্গ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দ্বি-মাসিক সভায় বার্ষিক পঞ্জিকা তৈরী, প্রতি ২ মাস পরপর মাসের তৃতীয় সপ্তাহে উক্ত সমন্বয় সভা, কমিটির ত্রি-মাসিক প্রতিবেদন তৈরী সংরক্ষণ করা এবং তা জেলা পুষ্টি সমন্বয় কমিটিতে পেশ করার সিদ্ধান্ত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারসহ কয়েকটি দপ্তরের কর্ম এলাকা পরিদর্শন ও মতবিনিময়ের উদ্যোগ গ্রহণের কথা জানানো হয় সঙ্গ প্রকল্পকে। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার প্রস্তাব করেন উপজেলার স্কুল গুলোতে যদি স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করে এবং শিশুদের সাথে পুষ্টি নিয়ে আলোচনা করার ও তাদের সহযোগিতা করার আহবান জানান।