গাইবান্ধার পলাশবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুভ-উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) সকালে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক মো. রফিকুল ইসলাম সরকার। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডল, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী সেলিম, সরবঙ্গ ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সবুজ ও রামপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আমিনুল ইসলাম মন্ডল ছাড়াও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ টুর্ণামেন্টে ওই ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বালক-বালিকা ১০টি দল প্রথম পর্যায়ে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। উদ্বোধনী খেলায় দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে এবং বালিকা দল ২-০ গোলে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।