আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রবিবার উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর।
শনিবার মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার সৌদি আরবসহ কাতার, সিরিয়া, কুয়েত, ইরান, ইরাক, মিশর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের বাইরে ইন্দোনেশিয়ায় শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সেখানেও রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে।
এছাড়া তুরস্ক, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতেও রবিবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
গেল ২৭ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর ২৮ মে বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রবিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে শনিবার সৌদি আরবের সুপ্রিমকোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি রবিবার সৌদি আরবে পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপনের বিষয় নিয়ে এ খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়েছে, সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নবাবীসহ বিভিন্ন প্রদেশের বড় বড় মসজিদ এবং ঈদ্গাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রচলিত রীতি অনুযায়ী শনিবার সন্ধ্যায় উৎসবের মধ্যে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখেছে সৌদি আরবের বাসিন্দারা।
এদিকে, শনিবার সৌদির আকাশে চাঁদ দেখা যাওয়ার পর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই ফৌন করে স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ফলে প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতেও দেখা দিয়েছে উৎসবের আমেজ।