
প্রধানমন্ত্রী শেখা হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) সকালে জেলা গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক মো. অলিউর রহমান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান, সিভিল সার্জন সিভিল সার্জন ডা. আখম আখতারুজ্জামান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি প্রমুখ। কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
জেলা প্রশাসক অলিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার পথে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি সেক্টরে দূর্দান্ত সাফল্য অর্জনে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো হচ্ছে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা নেট কর্মসূচী, বিনিয়োগ পরিস্থিতি ও পরিবেশের সু-সুরক্ষা।