
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও খাদ্য পণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করার দাবিতে-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবর রহমান খোকা, পরমানন্দ দাস প্রমুখ। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে মানুষের জীবন অতিষ্ঠ। মানুষের বেচেঁ থাকার ন্যুনতম মৌলিক অধিকার নেই। গণবিরোধী এই সরকার যে বাজেট পেশ করলেন সেখানে গণমানুষের আকাংঙ্খার প্রতিফলন হয়নি। তাই অবিলম্বে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, গ্যাস-বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহার ও সর্বজনীন রেশনিং চালু করার দাবি জানান। এছাড়া সীতাকুন্ডের ডিপোতে বিষ্ফোরণের জন্য দায়ীদের শাস্তি এবং নিহত আহতদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবী জানান। সেইসাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনে গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।