
গাইবান্ধা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে শনিবার (১১ জুন) ভোরে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ওমর ফারুক রুবেল এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার ভোর পাঁচটার দিকে গাইবান্ধা সার্কিট হাউজে কাউন্সিল অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এই সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে একজন সহ-সভাপতি, দুইজন সাংগঠনিক সম্পাদক ও একজন যুব-ক্রীড়া বিষয়ক সম্পাদকের নামও ঘোষণা করা হয়। এরা হলেন আমিনুর রহমান শিপন, রেজাউল করিম ভুট্টু, ওয়াজেদ হাসান শাওন ও মোস্তাফিজার রহমান নিলয়। এর আগে শুক্রবার (১০ জুন) বিকেলে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখোয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন।
নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক রুবেল বলেন- ‘পদ প্রত্যাশীদের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পরামর্শে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে’। উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সভাপতি ও এমারুল ইসলাম সাবিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।