
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বয়স্ক, বিধবা, পঙ্গু, স্বামী পরিত্যক্তাদের জন্য বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।
রবিবার ঈশ্বরদী সাহাপুরে দারিদ্র্যবিমোচন ও সামাজিক উন্নয়ন সংস্থা সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি লি.-এর নিজস্ব উদ্যোগে দুঃস্থ পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খবর বাসসের।
বয়স্ক, বিধবা, পঙ্গু, স্বামী পরিত্যক্তাদের কথা আওয়ামী লীগ সরকার ছাড়া এর আগে কোনো সরকারই গুরুত্ব দিয়ে ভাবেননি উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, একমাত্র শেখ হাসিনা এঁসব মানুষের দুঃখ, দুর্দশা বুঝতে পেরেছেন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে গরীব, দুঃখী ও দুঃস্থদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।
শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সব শ্রেণি পেশার মানুষকে ভালোবাসেন মায়ের মমতা দিয়ে। তিনি বলেন, মার কাছে সন্তান দুর্বল হোক, অন্ধ বা পঙ্গু বা সবল হোক, যা-ই হোক মা, মা-ই। সেই মায়ের মতো ভালোবাসা দিয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন অব্যাহত আছে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দারিদ্র্যবিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
এসময় মন্ত্রী ৪শ’ দুঃস্থ, প্রতিবন্ধী পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ৫০ টাকার মসল্লা ও নগদ ৩০০ টাকা বিতরণ করেন।
সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি লি. এর আজীবন সদস্য মো. সাদেক আলী বিশ^াসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন