পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস এলাকার বেকবাগানে বাংলাদেশ উপহাইকমিশনের আউট পোস্টে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী তার রিভলবার দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।কূটনৈতিক জোনে দিনদুপুরে এ ধরনের গোলাগুলির ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় দূতাবাসকর্মীরাও উদ্বেগে রয়েছেন।
ওই নিরাপত্তারক্ষী শুক্রবারই প্রথম বাংলাদেশ উপহাইকমিশনের আউট পোস্টে দায়িত্ব পালন করতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ওই নিরাপত্তারক্ষী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন তিনি। এরপর গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এদিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন এখানে এসেছি, তখন দেখলাম ১৪-১৫টা ফায়ারিং হয়েছে। সেই পুলিশটা যে ছিল, তার কি সন্দেহ ছিল তা আমার জানা নেই। তিনি কলকাতা পুলিশ ছিলেন। কিন্তু তিনি সাদা নয় বরং খয়েরি রঙের পোশাক পরেছিলেন।ওই ব্যক্তি বলেন, হঠাৎ ফায়ারিংয়ের কারণে এখান দিয়ে একজন নারী হেঁটে যাওয়ার সময় তার গুলি লেগেছে। এরপর দুয়েকটা ফায়ারিং গাড়িতেও হয়েছে। যখন তিনি বুঝতে পারলেন এটি দণ্ডনীয় অপরাধ তখন তিনি নিজেকে গুলি মেরে সুইসাইড করলেন।নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। আর তার গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে।