
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে বড় স্ত্রী ও পুত্রের কিল-ঘুষিতে দিলদার হোসেন (৬২) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তেলিপাড়া (টুকুরিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মৃত দিলদার হোসেন পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার দুর্গামতি গ্রামের মৃত আলম উদ্দিনের পুত্র। সে প্রায় দেড় যুগ পূর্বে পীরগঞ্জের টুকুরিয়া তেলিপাড়া গ্রামের মৃত ঝাটু গোয়ালের কন্যা রেখা বেগম কে বিয়ে করেন। সম্প্রতি তার প্রথম স্ত্রী আনোয়ারা বেগম ও পুত্র আনিছার রহমান বাটুলের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। কলহের কারণে বৃদ্ধ দেলদার হোসেন ক’দিন ধরে নিজ বাড়ি ছেড়ে ২য় স্ত্রী রেখা বেগমের সঙ্গে (তেলিপাড়ায়) বসবাস করতে থাকে। এতে তার ১ম স্ত্রী ও বড় ছেলে ক্ষিপ্ত হয়ে উঠে।
এক পর্যায়ে ঘটনার দিন ১স্ত্রী আনোয়ারা বেগম ও বড় ছেলে আনিছার রহমান বাটুল তেলিপাড়া গ্রামে গিয়ে দেলদার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভ্যানযোগে বলপূর্বক নিজ বাড়িতে আনার চেষ্টা করে। কিন্তু বৃদ্ধ দেলদার হোসেন যেতে অস্বীকৃতি জানালে তাকে স্ত্রী আনোয়ারা, পুত্র বাটুল ও স্থানীয় ভ্যান চালক মমদেল হোসেন এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গ্রামবাসী ঘাতক স্ত্রী আনোয়ারা বেগম ও পুত্র আনিছার রহমান বাটুলকে আটক করে পুলিশকে সোর্পদ করে। এ সময় ভ্যান চালক মমদেল হোসেন কৌশলে ভ্যান ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে