
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের উন্নয়নের রূপকার দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শহিদুল ইসলাম আবু, অ্যাড: সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, মাহাবুবুল আলম কোট, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিব, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন তাজিমুল ইসলাম জামিল, ওমর ফারুক রুবেল, অ্যাড: মহিদুল ইসলাম মোহন, অ্যাড: আব্দুল্লাহ হিল কনক, অ্যাড: জারিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পদাক দীপক কুমার পাল ও জেলা শ্রমিক লীগের সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।