
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১ জুন) সকালে কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, নানা বয়সের মানুষদের দুধ খাওয়ানো।
গাইবান্ধা ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমান ও আইডিসি’র অধ্যক্ষ ডা. আব্দুল হাইসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।