স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন হোসেনের নেতৃত্বে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এসময় মর্ডান ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, আলমদিনা ডিজিটাল ডায়াগনিষ্টিক কনসালটেশন সেন্টার,সিটি ডায়াগনিষ্টিক সেন্টার,জনতা ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার,ডক্টরস ডায়াগনিষ্টিক সেন্টার, দেশ ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ জরিমানা টাকা জরিমানা ও একই সাথে প্রতিষ্ঠানগুলি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)তুহিন হোসেন বলেন, প্রথম দিনের অভিযান, তাই স্বল্প পরিমানে জরিমানা করে সতর্ক করা সহ অবৈধ প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না।