
রাজধানীর মগবাজার রেড আর্কেড রেস্টুরেন্টে (শনিবার) চলচ্চিত্র প্রযোজক-পরিচালক-শিল্পী-পরিবেশক-প্রদকর্শক-বুকিং এজেন্ট জোট কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘কে কাকে ব্যান করে ঈদের পর দেখতে পাবেন। আমি আব্দুল আজিজ শাকিবকে নিয়ে সিনেমা বানাবো। ওনারা দুই তিনজন মিলে একটা সিদ্ধান্ত নিল যে, আমি নিষিদ্ধ। ব্যান করা তো এখন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যখন যাকে খুশি তাকেই ব্যান করে দিচ্ছে ওনারা।’
তিনি বলেন, “হুটহাট করে যাকে খুশি তাকে ব্যান করে দিচ্ছেন। কে কাকে ব্যান করে তা ঈদের পর দেখতে পাবেন। ব্যান করতে হলে একটা মিটিং করতে হয়। ওনারা(চলচ্চিত্র পরিবার জোট) আমাকে ব্যান করার কে? আমরা যখন ব্যান করা শুরু করব ওনারা আজীনের জন্য ব্যান হয়ে যাবে।”
আবদুল আজিজ আরো বলেন, ব্যান করতে হলে প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ ভাইয়ের উপর যারা হামলা করেছে তাদের কে ব্যান করেন।
দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে আজীবন নিষিদ্ধ করা প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, শাকিবকে নিষিদ্ধ করেছে, কিছুই হবে না। আমি আবদুল আজিজ বলছি, শাকিবকে নিয়ে আমি সিনেমা বানাবো। আপনারা(চলচ্চিত্র পরিবার জোট) পারলে আটকান দেখি।
এ সময় চলচ্চিত্র পরিবারের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, “ঈদের পর আমরা তিনটা ছবির কাজ শুরু করব। পারলে একটা আটকান দেখি। একটা সিনেমা না, যদি আপনারা শুধু একদিন শুটিং বন্ধ করতে পারেন, তাহলে আমি চলচ্চিত্র ছেড়ে দিব।”
প্রদর্শক সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদ ও ক্ষোভে তিনি আরো বলেন, অন্যায় আন্দোলনকারী ও নওশাদের উপর হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে ঈদের পর আমরা কঠোর সিদ্ধান্ত গ্রহন করব।
উল্লেখ্য, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলার প্রতিবাদ সভার আয়োজন করা হয়।