
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। শহরের ডিবি রোডে মানববন্ধন চলাকালে বাকবিশিস এর সভাপতি সহকারী অধ্যাপক নেয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক একেএম সাখাওয়াত হোসেন, প্রভাষক এটিএম মর্তুজা, তোফাজ্জল হোসেন সরকার, আব্দুল্লাহ আল মেহেদী, আবুল কালাম আজাদ, ফেরদৌস হাসান প্রমুখ।
বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।