স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গ্যাসের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আয়োজনে আজ ২৫ এপ্রিল দুপুর ১২ টায় পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাসদ উপজেলা শাখার আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাসদ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, ইপিজেড আন্দোলনের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্র মোহন রায় জিবু, উপজেলা দর্জ্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহারুল ইসলাম, এ্যাডভোকেট এম এ হাসান আহম্মেদ মুন্না, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আবু তাহের, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আউয়াল বিএসসি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, বাসদ নেতা কালা মানিক দেব, কামারদহ ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্য মিজানুর রহমান মিন্টু প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, উত্তর জনপদের সর্ববৃহত উপজেলা রংপুর বিভাগের প্রবেশদ্বার কৃষি- শিল্প- ব্যবসা- বানিজ্য-খেলাধুলা-শিক্ষা-সংস্কৃতিতে সমৃদ্ধ ১০ম ইপিজেড নির্ধারিত স্থান, গোবিন্দগঞ্জ উপজেলাকে দেশের উন্নয়নে সামিল করতে ভোক্তাদের সহজ প্রক্রিয়ায় গ্যাস সংযোগ দেওয়ার দাবী জানান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।