
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সন্ধায় স্থানীয় কালীবাড়ী হাট কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে বর্ণিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দিলীপ চন্দ্র সাহা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সূর্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পলাশবাড়ী শাখার সভাপতি নির্মল মিত্র, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর কুমার দাস ও সদস্য সুশীল চন্দ্র সরকার প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।