
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মো. গোলাম আজমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা মো. খোরশেদ আলম, মো. বজলার রহমান রাজা, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজু, ক্যাশিয়ার মীর শহিদ প্রামানিক ও প্রচার সম্পাদক মো. মোস্তাসহ সমিতির সদস্য এবং ব্যবসায়ীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শেষে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়।