‘সঠিক পুষ্টিতে-সুস্থ্য জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালনোপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবরার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমেরী ইসলাম জেমী, ডেন্টাল সার্জন ডা. মাহাবুব আলম ও ডা. প্রশান্ত পাল চৌধুরীসহ অন্যান্য এসময় উপস্থিত ছিলেন।
২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ১শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুষ্টি সপ্তাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মাঝে তুলে ধরা। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এতিমদের আয়োজনে ইফতার মাহফিল, আলোকসজ্জা, সচেতনতামূলক ব্যানার-ফেস্টুনসহ গণমাধ্যমে প্রচারণা সংশ্লিষ্ট সূত্র জানায়।