
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
‘জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ জনশুমারি ও গৃহগণনা ২০২২ তৃতীয় জোনাল অপারেশন অ্যাপস ট্যাবলেট ও নেটওয়ার্ক টেস্টিং প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা পরিসংখ্যান দপ্তর মিলনায়তনে শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক। অনুষ্ঠানে পলাশবাড়ি উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন, প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫-২১ জুন ২০২২ পর্যন্ত সময়ে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা এর চুড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই চুড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে ও সহজতরভাবে গাইবান্ধা জেলায় সম্পাদন করার জন্য তৃতীয় জোনাল অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে জোনাল অফিসার উপজেলা শুমারি সমন্বয়কারী ও জেলা শুমারি সমন্বয়কারি প্রত্যেকে গড়ে ১০টি বাড়ির তথ্য পূরণ করে ঢাকায় পাঠানো হবে।